আজকের শিরোনাম :

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১৮:৪৯

করোনা ভাইরাস পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১১ হাজারের বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানা যায়, এ পর্যন্ত ১১ হাজার ৩০২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছেন।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ৭ হাজার ৩২৭ জন সুস্থ হয়েছেন। তাদের অধিকাংশই পুনরায় কাজে যোগ দিয়েছেন। আর পুলিশের একক ইউনিটের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সর্বোচ্চ ২ হাজার ৩১৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশের আরো ৪ হাজার ৬৭৩ জন সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে আছেন ১২ হাজার ২৬ জন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানিয়েছেন, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ