আজকের শিরোনাম :

ফেইসবুকে বন্ধুত্ব অতঃপর প্রতারণা: ৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১৬:০৬

ফেইসবুকে বন্ধুত্ব, তারপর বন্ধুকে কুরিয়ারে মূল্যবান পার্সেল পাঠানোর নামে অভিনব প্রতারণার বিভিন্ন ঘটনায় জড়িত একটি চক্রের ৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সিআইডি।

বৃহস্পতিবার দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে এ বিষয়ে ব্রিফ করেন অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার।

গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে একজন ক্যামেরুনের ও অন্যজন কেনিয়ার নাগরিক। বুধবার রাতে ঢাকা মেট্রো উত্তর সিআইডির একটি টিম অভিযান চালিয়ে বিদেশি নাগরিকদের এই সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে রাজধানীর এয়ারপোর্ট ও বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে।  

এরা নিজেদের আমেরিকান ইউরোপিয়ান পরিচয় দিয়ে ফেসবুকে বন্ধুত্ব করেন। কয়েক দিন পর বন্ধুকে কুরিয়ারে উপহার পাঠান। তারপর কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন দেয়া হয় পার্সেল ছাড়াতে।  

বলা হয়, মূল্যবান জিনিসপত্র আছে যা ছাড়াতে টাকা লাগবে। এভাবে ফাঁদে পড়ে কয়েক দফা টাকা পরিশোধের পর ভিকটিম বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ