আজকের শিরোনাম :

৯৪ জনপ্রতিনিধির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২০, ২০:৪৮ | আপডেট : ২৭ জুন ২০২০, ২০:৫৯

করোনা মহামারির মধ্যে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থসহ ত্রাণ আত্মসাতের অভিযোগে ৯৪ জনপ্রতিনিধির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

অভিযুক্ত ৩০ জন চেয়ারম্যান এবং ৬৪ জন ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাৎ, ১০ টাকা কেজি দরের সরকারি চাল কালোবাজারে বিক্রি, জেলেদের ভিজিএফের চাল আত্মসাৎ, মোবাইল ব্যাংকিংয়ে সরকারি নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ রয়েছে।  

দুদকের অভিযোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক এ কে এম সোহেলের নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটির সুপারিশে অনুসন্ধানের এই সিদ্ধান্ত হয় বলে জানান দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ