আজকের শিরোনাম :

করোনায় পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৫৪৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২০, ২০:০৭

করোনাভাইরাসে সারা দেশে আট হাজার ৫৪৪ জন আক্রান্ত পুলিশ সদস্যের মধ্যে শনিবার পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৩০৩ জন।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, ‘মোট আক্রান্ত পুলিশের মধ্যে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই ২ হাজার ৬৪ জন আক্রান্ত।’

সূত্র আরও জানায়, ইতোমধ্যে ৩ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে আইসোলেশনে এবং ৮ হাজার ২৩৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শনিবার পর্যন্ত ২৭ পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার এক বেসামরিক সদস্য কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সূত্রটি জানায়।

তবে সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে তিন হাজার ২৪০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত এবং ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন এক লাখ আট হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন এক হাজার ৪২৫ জন। আক্রান্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৪ হাজার ৩০১টি নমুনা। এতে নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ২৪০ জন বা ২৩ দশমিক ০৯ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ