আজকের শিরোনাম :

গ্রেপ্তার সম্পর্কিত তথ্য সঠিক নয় : পাপুলের স্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ২১:১১

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেপ্তার সম্পর্কিত যে তথ্য গণমাধ্যমে এসেছে তা সঠিক নয় বলে দাবি করেছেন স্ত্রী সেলিনা ইসলাম।

রোববার (০৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলর স্ত্রী সংসদ সদস্য (৩৪৯ সংরক্ষিত আসন) সেলিনা ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, পাপুল কুয়েতে কোনো মামলার আসামি নন।  কুয়েত সরকার তাদের নিয়ম অনুযায়ী তার (পাপুল) ব্যবসায়িক বিষয়ে আলোচনার জন্য সেখানকার সরকারি দপ্তর বা সিআইডিতে ডেকে নিয়েছে।

বিষয়টি নিয়ে দূতাবাসের পরিষ্কার কোনো তথ্য ছাড়া কাউকে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান তিনি।

এদিকে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম জানিয়েছেন, কাজী পাপুলকে আটক করা হয়েছে বলে আমরা শুনেছি। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না বা যে অভিযোগের কথা বলা হচ্ছিলো এ বিষয়ে মামলা রয়েছে কি না সেসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি।

দূতাবাস থেকে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ