আজকের শিরোনাম :

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা : ২ মানবপাচারকারী রিমান্ডে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২০, ২১:২২

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই মানবপাচারকারীর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ জুন) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মাহবুবুর রহমান ও সাহিদুর রহমান। এরা এজাহারনামীয় ৩৩ ও ৩৪ নম্বর আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে সাইফুল ইসলাম সুমন ও কামাল হোসেন রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে ওই দুজনকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ও মানবপাচারের ঘটনায় ৩৮ জনকে আসামি করে মঙ্গলবার (২ জুন) রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন সিআইডির উপ-পরিদর্শক রাশেদ ফজল। এজাহারে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপোলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে। পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। তাদের মধ্যে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ