আজকের শিরোনাম :

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় দালালসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০, ২১:৫৯

লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় দালাল তানজিরুলসহ ৭ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা করেছে নিহতদের একজনের স্বজন। একই ঘটনায় মাদারীপুরে আরেক দালালসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মানবপাচারকারীদের গুলিতে নিহত আকাশের বড় ভাই মোবারক হোসেন দুপুরে ভৈরব থানায় দালাল তানজিরুলসহ ৭ আসামির নামে হত্যা মামলা করেন। ইতিমধ্যে মামলার প্রধান আসামি দালাল তানজিরুলকে গ্রেপ্তার করেছে সিআইডি।

অন্যদিকে মাদারীপুরের রাজৈর থানায় আটক দালাল জুলহাসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে লিবিয়ায় নিহত জুয়েল হাওলাদারের বাবা রাজ্জাক হাওলাদার। দালাল জুলহাস করোনা আক্রান্ত সন্দেহে সদর হাসপাতালের আইসোলেশনে আছেন। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।  

এদিকে,  লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে আহত ভৈরবের আরও দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন সম্ভুপুর গ্রামের মামুন মিয়া ও আকবরনগর গ্রামের মাহবুবুর রহমান। এনিয়ে ভৈরবে নিহতের সংখ্যা ৭ জন হলো। এছাড়া লিবিয়ায় মানব পাচারকারীদের বিষয়ে তদন্ত শুরু করেছে র‌্যাব-৮।  

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ