আজকের শিরোনাম :

মানবতাবিরোধী অপরাধ : মৌলভীবাজারের ৪ জনের রায় আগামীকাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ১৩:২৮

ঢাকা, ১৬ জুলাই, এবিনিউজ : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার মো. আকমল আলী তালুকদারসহ ৪ জনের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যর ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ধার্য করেছেন।

এর আগে গত ২৭ মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

এ মামলার অন্য তিন আসামি হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), মো. আনিছ মিয়া (৭৬) ও মো. আবদুল মোছাব্বির মিয়া।

আসামিদের মধ্যে মো. আকমল আলী তালুকদারকে ২০১৫ সালের   ২৬ নভেম্বর গ্রেফতার করা হয়। বাকি তিনজন পলাতক।

গত বছরের ৭ মে মো. আকমল আলী তালুকদারসহ (৭৬) ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সুবহান তরফদার।

২০১৬ সালের ৩০ মে এই ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই বছরের ২৩ মার্চ তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা।

তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ৬ জনকে ধর্ষণ, ৭ জনকে অপহরণ ও ৬১ জনকে হত্যার অভিযোগ আনা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে ২০১০ সালে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এটি হবে ৩৩তম রায়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ