আজকের শিরোনাম :

বঙ্গবন্ধুর পলাতক খুনি আবদুল মাজেদ গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ১১:৫৭ | আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৩:০২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃতুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের ভয়ে আবদুল মাজেদ ভারত থেকে বাংলাদেশে আসে। এর পর তাকে ঢাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে গ্রেফতারের পর আবদুল মাজেদকে ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার পর তাকে আদালতের হাজতখানায় হাজির করা হয়। পরে তাকে আদালতে ওঠানো হবে। 

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে ক্যাপ্টেন মাজেদ পলাতক ছিলেন। পলাতক ছয় খুনির মধ্যে ক্যাপ্টেন মাজেদ ছিলেন অন্যতম। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ