আজকের শিরোনাম :

দৈনিক আড়াই হাজার ছিন্নমূল মানুষের খাদ্য সরবরাহ করবে ডিএমপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১৮:০৮

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সারা দেশের মতো রাজধানী শহর ঢাকাতেও কাজ হারিয়েছেন নিম্ন আয়ের মানুষ। শহর ফাঁকা থাকায় খাদ্যকষ্টে ভুগছে ছিন্নমূল পথশিশু ও দুঃস্থ নাগরিকরা। এ অবস্থায় দুঃস্থ নাগরিকদের সহযোগিতায় এগিয়ে এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

আগামীকাল ২৯শে মার্চ রবিবার থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশ ছিন্নমূল মানুষকে একবেলা করে খাবার সরবরাহ করবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। খবর ডিএমপি নিউজের।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, আগামী ৪ঠা এপ্রিল পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এ খাবার পৌঁছে দেয়া হবে। সরকার ঘোষিত যে সাধারণ ছুটি ঘোষণা করা ৪ঠা এপ্রিল পর্যন্ত, সেদিন পর্যন্ত এই খাবার পৌঁছে দেয়া হবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ