আজকের শিরোনাম :

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ১০ মামলার আসামি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪ | আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৯

যশোরে বন্দুকযুদ্ধে ১০ ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে। কেশবপুর উপজেলার বেগারিতলায় সর্দারবাড়ি নার্সারির সামনে বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত নুরুল হক কেরু (৪৭) মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামের মাজেদ গাজী বক্সের ছেলে।

পুলিশ বলছে, নুরুল হক একজন ‘চিহ্নিত ডাকাত’। তার বিরুদ্ধে ১০টি ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সে।

কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কেশবপুর উপজেলার চিংড়াখালি এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় নুরুলকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদে নুরুল তার সহযোগী ও অস্ত্রের তথ্য দেন। এর পর পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে অভিযানে যায়।এ সময় নুরুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরাক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে নুরুলের লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ