আজকের শিরোনাম :

পাপিয়াসহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৩

গ্রেপ্তার শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমনসহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে বিমানবন্দর থানা পুলিশ এ রিমান্ড আবেদন করে। আজ বেলা ৩টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট মাসুদউর রহমানের আদালতে রিমান্ড শুনানি হবে। চারজনকেই আদালতের হাজাত থানায় রাখা হয়েছে।

এই চারজন হলেন- যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, তাদের সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবা।

শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই চারজনকে আটক করে র‌্যাব।

প্রতারণা, অবৈধ অর্থপাচার, জাল টাকা সরবরাহ, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে পাপিয়াসহ এই চারজনকে গ্রেফতার করা হয়। গতকাল বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল।

পাপিয়াকে গ্রেফতারের পরপরই তাকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ