আজকের শিরোনাম :

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ‘মানব পাচারকারী’ নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫০

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সালাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসা ও মানবপাচারের সঙ্গে জড়িত বলে পুলিশ দাবি করেছে। 

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া মেরিন ড্রাইভ-সংলগ্ন সাগর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত সালাম উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার হাকিম আলীর ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রবিবার ভোরে নোয়াখালী পাড়া এলাকা দিয়ে সাগর পথে মানব পাচারের গোপন সংবাদ পায় পুলিশ। পরে একদল পুলিশ সেখানে অভিযানে গেলে মানব পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তি, একটি অস্ত্র, ছয় রাউন্ড কার্তুজ, ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ