আজকের শিরোনাম :

কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৭

কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। যিনি মাদক ও মানবপাচার মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পাশে গোলাগুলির এ এ ঘটনা ঘটে।

নিহত মোজাহের আহমদ টেকনাফে সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার হাকিম আলীর ছেলে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার দাশ বলেন, ‘মোজাহের একজন চিহ্নিত মাদক ও মানবপাচার চক্রের সদস্য। মাদক ও মানবপাচারে জড়িত অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ভোরের দিকে হারিয়াখালী এলাকায় মাদক পাচারকারী চক্রের সদস্যরা অবস্থান করছে বলে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশ লক্ষ্য করে তারা অতর্কিতে গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে পাচারকারী চক্রের কিছু সদস্য পালিয়ে গেলেও মোজাম্মেল গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিনটি গুলি ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ