আজকের শিরোনাম :

গোপালগঞ্জে দুপক্ষের গোলাগুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১২:১৫

গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে রনি হাওলাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ সংষর্ষের ঘটনা ঘটে।

নিহত রনি বনগ্রাম পূর্বপাড়া এলাকার আনোয়ার শেখের ছেলে। রনি এ বছরে বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মোল্লা বংশের ইউসুফ মোল্লা ও শেখ বংশের আজিজুর শেখের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে শেখ বংশের কয়েকজন সমর্থক মোল্লা বংশের রহিম মোল্লাকে মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়েলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ষে লিপ্ত হয়। সংষর্ষে চলাকালে মোল্লা বংশের লোকজন আজিজুর শেখের বাড়ি ঘিরে ফেলে। এ সময় আজিজুর শেখ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে রনি হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ