আজকের শিরোনাম :

৩০ তারিখ নির্বাচন হতে দেয়া হবে না: রানা দাশগুপ্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ২১:২৫

আগামী ৩০ তারিখে ঢাকা সিটি নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। সেই সঙ্গে নির্বাচন না হওয়ার দাবিতে ২০ জানুয়ারি সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

রানা দাশগুপ্ত বলেন, নির্বাচন হলে পরিণতি ভালো হবে না। যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে। পরিস্থিতি খারাপ হলে এর দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিবে রাজধানীর পল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যালয়ে সিটি কর্পোরেশনের নির্বাচনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

রানা দাশগুপ্ত আরও বলেন, নির্বাচনের তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণের নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে তারিখ পরিবর্তনের দাবি জানাচ্ছি। অন্যথায় পরিস্থিতি খারাপ হলে নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ