আজকের শিরোনাম :

সাতক্ষীরায় বনবিভাগের নৌযান চালকের লাশ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১১:১২

সাতক্ষীরার সুন্দরবন-সংলগ্ন মাদার নদী থেকে বনবিভাগের কৈখালী স্টেশন অফিসের নৌযান চালক নবাব আলী গাজীর (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে শ্যামনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। 

নবাব আলী শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনে নৌযান চালকের কাজ করছিলেন।

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এলাকার কোস্টগার্ড অফিসের সামনে পন্টুনে লাশটি বাঁধা ছিল।

শ্যামনগর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কৈখালী স্টেশন অফিসার কামরুল ইসলাম স্টেশনে না থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইউপি সদস্য আবদুল হামিদ লাল্টু জানান, রাতে কোস্টগার্ডের সিসি ফোন দিয়ে ডাকার পর তিনি কয়েকজনকে নিয়ে সেখানে যান। পন্টুনে বেঁধে রাখা অবস্থায় উপুড় হয়ে ডুবে থাকা মরদেহ নবাব আলী গাজীর বলে নিশ্চিত হয়ে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করেন।

নিহতের ছেলে কাছিকাটা টহলফাঁড়ির নৌযান চালক মো. রফিকুল ইসলাম জানান, রবিবার রাত ৮টার দিকে তার সঙ্গে মোবাইল ফোনে তার বাবার কথা হয়। ৯টার দিকে তিনি স্টেশন অফিস থেকে বাড়িতে ফিরে শুয়ে পড়েন। রাত ১০টার দিকে তার বাবার মোবাইল ফোন থেকে কেউ কল দিয়ে তাকে বাড়ির পাশের স্টেশনে যাওয়ার কথা বললে তিনি বেরিয়ে যান। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ