আজকের শিরোনাম :

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০১৮, ১৯:৫৪

চট্টগ্রাম, ৩০ জুন, এবিনিউজ : চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় রাইফা নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। শুক্রবার ২৯ জুন রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত চিকিৎসক ডা. দেবাশীষকে আটক করলেও চিকিৎসকদের সংগঠন বিএমএ নেতাদের চিকিৎসা সেবা বন্ধের হুমকির পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

নিহত রাইফা দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রুবেল খানের মেয়ে।

এদিকে এ ঘটনায় ইতোমধ্যে সিভিল সার্জনের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন ডা. দেবাশীষ।

সাংবাদিক রুবেল খানের পরিবারের অভিযোগ, শিশু রাইফার গলার ব্যাথাজনিত কারণে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় চিকিৎসক ও নার্সদের ভুল চিকিৎসা ও ইনজেকশন পুশ করার ফলে রাইফার শারীরিক অবনতি ঘটে এবং রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

সাংবাদিক রুবেল খান বলেন, ‘ম্যাক্স হাসপাতালে অবহেলা ও ভুল ইনজেকশনের কারণে গতরাত ১২টার দিকে আমার মেয়ে মারা যায়। এ ব্যাপারে আমাদের সাংবাদিক নেতারা মামলার সিদ্ধান্ত নিচ্ছে। এবারই প্রথম নয়, এর আগেও নগরীর একাধিক প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় অনেক বাবা-মায়ের বুক খালি হয়েছে। আমার শিশুসহ ভুল চিকিৎসার শিকার হওয়ার প্রতিটি ঘটনার বিচার চাই।’

এ ঘটনায় চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিকের শিশু কন্যার মৃত্যুর অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট চিকিৎসককে আটক করি। ভুল ইনজেকশনের কারণে শিশু রাইফার মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তদের আটকের পর পরই বিএমএ নেতারা থানায় এসে তাদের ছাড়া না হলে চট্টগ্রামের সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দেন। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ঘটনাটি দুঃখজনক। ভুল চিকিৎসায় কেউ মারা যাবে- এটা মেনে নেয়া যায় না। এই ঘটনায় স্বাস্থ্য বিভাগ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ