আজকের শিরোনাম :

বেসিক ব্যাংকের বেতন কমানোর সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ২২:০৬

বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কমিয়ে এনে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।আজ রোববার (১২ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

কেন বেতন-ভাতা কমানোর সিন্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ব্যাংকের ৬ কর্মকর্তার দায়ের করা রিটের শুনানি শেষে আজ এই আদেশ দেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন।

এর আগে, গত ২২ ডিসেম্বর বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল এবং রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের সব কর্মকর্তার বেতন কমিয়ে ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে চিঠি জারি করা হয়। চিঠিটি ব্যাংকটির সব শাখার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, বেসিক ব্যাংক বিগত সাত বছর ধরে ক্রমাগত লোকসানে থাকায় ২০১৩ সালের প্রবর্তিত ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো ও অন্যান্য সুবিধাদি বাতিল করা হলো। গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ