আজকের শিরোনাম :

১০ দিনের মধ্যে হলি আর্টিজান মামলার চার্জশিট: ডিএমপি কমিশনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০১৮, ১৮:৪১

ঢাকা, ২৮ জুন, এবিনিউজ : আগামী সাত থেকে ১০দিনের মধ্যে গুলশানের হলি আর্টিজান হামলার চার্জশিট জমা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান তিনি। হলি আর্টিজান হামলা রাষ্ট্রের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল বলেও মন্তব্য করেন তিনি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, হলি আর্টিজান হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে জঙ্গিরা কিছুটা কোণঠাসা হলেও এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।  

পহেলা জুলাই ২০১৬। রমজানের শেষের দিকে নগরবাসী যখন প্রস্তুতি নিচ্ছেন ঈদুল ফিতর উদযাপনের। ঠিক তখন গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান রেস্তোরাঁয় ঘটে দেশের সবচেয়ে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলার ঘটনা। পরের ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে হামলাকারীরা সবাই মারা পড়লেও নিহত হন দেশি বিদেশি ২৪ জন মানুষ। নিহতের তালিকায় ছিলেন দুজন পুলিশ কর্মকর্তাও।

হলি আর্টিজান হামলার পর জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ৬০টি অভিযানে মারা যান ৭৯ জঙ্গি। ঘটনার প্রায় দুবছর পর চার্জশিট জমা দিতে যাচ্ছে পুলিশ। ডিএমপি বলছে, হামলায় নিহত ৫ জঙ্গিসহ ২২ জনের বিরুদ্ধে দেয়া হচ্ছে চার্জশিট। এদের মধ্যে ৮ জন বিভিন্ন সময় অভিযানে মারা গেছে। ৭ জন গ্রেফতার রয়েছে। আর দুজনকে পলাতক রেখেই প্রস্তুত করা হচ্ছে অভিযোগপত্র।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা আশা করছি আগামী ১০ দিনের মধ্যেই আমরা প্রতিবেদন দিতে পারব।’

ডিএমপি কমিশনার বলছেন, শুধু হামলার ঘটনা নয়, এর পেছনে কারা ছিল, অর্থের যোগান কোত্থেকে এসেছে, পরিকল্পনা করেছে কারা- চার্জশিটে থাকছে এসবের বিস্তারিত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গেলো কয়েক বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সাফল্য রয়েছে। তবে, এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

ডিএমপির একটি সূত্র বলছে, হলি আর্টিজান হামলার পর সন্দেহভাজন হিসেবে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমের বিরুদ্ধে তথ্য প্রমাণ না পাওয়ায় মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি দেয়া হতে পারে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ