আজকের শিরোনাম :

দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১৬:২৯ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৮

একাত্তরের যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহিদ’ বলায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এদিকে এ মামলার প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে হাতিরঝিল থানা  পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) পত্রিকাটির সম্পাদকসহ চিফ রিপোর্টার, ও প্রতিবেদনটির নিজস্ব প্রতিবেদকসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

এরআগে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে তার বিরুদ্ধে মামলা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফজাল। মামলার পরই ওই সাংবাদিককে আদালতে পাঠায় পুলিশ।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশীদ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন ও স্বাধীনতা বিরোধী লেখার অভিযোগে গতরাতেই একটি মামলা দায়ের করা হয়।’ 

মামলায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদসহ পত্রিকাটির চিফ রিপোর্টার, ও প্রতিবেদনটির নিজস্ব প্রতিবেদকসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে বলেও তিনি জানান।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রামে প্রকাশিত এক প্রতিবেদনে কাদের মোল্লাকে “শহীদ” হিসেবে উল্লেখ করা হয়। 

প্রসঙ্গত, একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ফাঁসি কার্যকর করা হয় “মিরপুরের কসাই” খ্যাত কাদের মোল্লার। তিনি জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব ছিলেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ