আজকের শিরোনাম :

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:১৭ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১০:১৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রশিদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সারহাইল গ্রামে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রশিদ ঈশ্বরগঞ্জ উপজেলার ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনের ১৩টি মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।

ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল হোসেন বলেন, আন্তঃজেলা মাদক ব্যবসায়ী রশিদ সারহাইল এলাকায় ‘মাদক কেনাবেচা করছে’ খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দুটি দল সেখানে অভিযানে যায়। পুলিশ পৌঁছানোমাত্র মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও তখন গুলি বর্ষণ করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে সেখানে রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ রশিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত রশিদের কাছে ২০০ গ্রাম হেরোইন, ১০০ ইয়াবা ট্যাবলেট ও ৫টি কার্তুজ পাওয়া গেছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ