আজকের শিরোনাম :

দুদক কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি, আটক ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:৫৪

দুদক কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করায় ঢাকার কেরানীগঞ্জ থেকে নিপা বেগম এবং মো. দ্বীন ইসলাম নামের দুই জালিয়াতকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম।

রবিবার (৮ ডিসেম্বর) দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে।

দুদক কর্মকর্তা পরিচয় দেওয়া দুজন দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে; এমন এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে- জানিয়ে উক্ত মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে অর্থ দাবি করে। সেই সঙ্গে একটি ভুয়া এজাহারের কপি ইমো মেসেঞ্জারে পাঠায়। পরে ওই ব্যক্তি দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) কল করে সহযোগিতা চান।  

এর পরিপ্রেক্ষিতে দুদক কার্যালয়ের সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক ও উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে।  এ সময় তাদের কাছে গণমাধ্যমের প্রতিনিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী পরিচয়ের ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ