আজকের শিরোনাম :

শাহাদাতের স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে ব্যবস্থা নেব : রাষ্ট্রপক্ষ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৭

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও রাজীবের মৃত্যুর ঘটনার মামলার আসামি জাবালে নূর পরিবহনের বাসমালিক মো. শাহাদাৎ হোসেন আকন্দের মামলার অংশের কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছে। এবার সেই স্থতিতাদেশ প্রত্যাহারের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই জনকে খালাস দিয়েছেন আদালত। আর জাবালে নূর পরিবহনের বাসমালিক মো. শাহাদাৎ হোসেন আকন্দের মামলার অংশের কার্যক্রম হাইকোর্ট স্থগিত করায় তার বিচার হয়নি।

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লা আবু বলেন, ‘তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তুষ্ট, সর্বোচ্চ সাজা হয়েছে। মামলার কার্যক্রম স্থগিত থাকা শাহাদাৎ হোসেনের স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে ব্যবস্থা নেব। আমরা উচ্চ আদালতে যাব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। ’

খালাস পাওয়া দুই আসামির বিষয়ে তিনি বলেন, ‘চালকের সহকারী মো. এনায়েত হোসেনের কোনো দোষ নাই। সে চালককে নিবৃত করার চেষ্টা করেছে। তার কথা না শুনে চালক জোরে গাড়ি চালিয়েছে। আর বাসের মালিক জাহাঙ্গীর আলমের দোষ প্রমাণিত হয়নি। আরেক বাসের মালিক শাহাদত হোসেনের দোষ আছে। ড্রাইভারের হালকা লাইসেন্স থাকার পরও তিনি তার হাতে গাড়ি তুলে দিয়েছেন।’

রাষ্ট্রপক্ষের এ পাবলিক প্রসিকিউটর বলেন, ‘অবৈধ লাইসেন্স দিয়ে অন্যায় করে কেউ পার পাবে না। নিরাপদ সড়ক আমরা সবাই চাই। প্রত্যেকে সুন্দরভাবে এবং সঠিক লাইসেন্স নিয়ে গাড়ি চালাব। অবৈধ লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যাবে না।’'

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ