আজকের শিরোনাম :

শাহজালালে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১২:১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি জানান, কাস্টমস হাউসের কাছে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ থাকায় গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থা জারি করা হয়। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট নং-কিউআর৬৩৮ এর যাত্রী মো. মুরশেদ হোসেন (ইএ০১৭৯১৭৭) গ্রীন চ্যানেল অতিক্রমের সময় দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে যাত্রীর হাতে থাকা ক্রোকারিজ সংবলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করে সুকৌশলে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার শনাক্ত হয়।

এয়ারপোর্টের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে পরে তার লাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ