আজকের শিরোনাম :

হলি আর্টিজানে হামলা : রায় পড়া শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ১২:২১

গুলশানের হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলার মামলাটির রায় পড়া শুরু করেছেন বিচারক। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এজলাসে ওঠেন। 

এ রায় ঘিরে পুরো আদালত ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। রাজধানীর বিভিন্ন সড়কেও দেখা গেছে নিরাপত্তার কড়াকড়ি।

আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, এ মামলার ৮ আসামিকে সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়।

পরে বেলা ১২টার আগে আগে তাদের হাজতখানা থেকে মহানগর দায়রা জজ আদালতের পঞ্চম তলায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের এজলাসে নেওয়া হয়।

এই আটজন হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন।

গত ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

গত বছরের ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির সিএমএম আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। ২৬ জুলাই সিএমএম আদালত মামলাটি ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। আর ২৬ নভেম্বর অভিযোগ গঠন করেন আদালত।অভিযোগপত্রে থাকা ২১ আসামির ১৩ জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে ৫ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা করে পুলিশ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ