আজকের শিরোনাম :

গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ১৪:২৭ | আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৫:৫৩

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ বি এম মাহমুদুল হক এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- আক্কেলপুর উপজেলার মারমা গ্রামের সোহেল তালুকদার, দেওড়া সোনারপাড়া গ্রামের আফজাল হোসেন, মজিবর রহমান, দেওড়া গুচ্ছ গ্রামের রাহিন, আজিজার রহমান, সাখিদার পাড়ার ফেরদৌস আলী ও জগতি গ্রামের রুহুল আমীন । 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোহেল ও ফেরদৌসকে ৫ লাখ টাকা করে এবং ৫ জনকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

মামলার রায় থেকে জানা গেছে, ২০১৬ সালের ৮ অক্টোবর রাতে দেওড়া আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা উজ্জ্বল মহন্তের স্ত্রী আরতি রাণীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসামিরা দলবেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে আরতির মৃত্যু হয়। ঘটনার দুই দিন পর (১০ অক্টোবর) আরতির স্বামী উজ্জ্বল বাদী হয়ে সাতজনকে আসামি করে আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ