আজকের শিরোনাম :

সেলিমের বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও টাকা উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ১৩:৩৯ | আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৩:৪৩

অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
সেলিম দেয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল থেকে তার গুলশানের অফিসে অভিযান চালিয়েছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্েযষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, অভিযানের পর বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

সেলিম প্রধান ক্যাসিনো ব্যবসার আড়ালে থাইল্যান্ডে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন। এ তথ্য পেয়ে কয়েকদিন ধরে সেলিম প্রধানের ওপর নজরদারি করেন গোয়েন্দারা।

সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে নিয়ে তার গুলশানের বাসায় অভিযান চালানো হয়। এ বাসা থেকে তিনি অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসা করতেন বলে র‌্যাব জানান।

অভিযোগ আছে, সেলিম প্রধান রাতারাতি প্রভাবশালী বনে যান। বিএনপি, তত্ত্বাবধায়ক এবং সর্বশেষ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তাদের প্রভাবকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ টাকা তিনি থাইল্যান্ডে পাচার করেন। সেখানে তিনি ডিসকো বার ও ক্যাসিনোতে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করেন।

এসব কিছুর মূলে কাজ করেছে গুলশানের স্পা প্রধান সেন্টার। সেখানে সুন্দরী তরুণীদের নিয়ে বুঁদ হয়ে থাকতেন প্রভাবশালী ব্যক্তিরা। ইতোমধ্যে স্পা সেন্টারটি সিলগালা করেছে র‌্যাব।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ