র‌্যাব হেফাজতে কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১১

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব-২। অন্যদিকে র‌্যাব সদস্যরা ক্লাবটি ঘিরে রেখেছে। শফিকুল আলম ফিরোজ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শফিকুল আলমকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

সূত্রে জানা যায়, দুপুর দেড়টায় ফিরোজকে আটক করা হয়। পরে বিকাল চারটা থেকে কলাবাগান ক্রীড়াচক্রের অফিসের আশপাশে অবস্থান নেয় র‌্যাবের সদস্যরা।

গত ১৮ সেপ্টেম্বর রাত থেকে রাজধানীর ক্লাব ও ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে র‌্যাব। অভিযানে ইতোমধ্যে একাধিক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছেন।

এরআগে, গত বুধবার বিকালে গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বাসা এবং ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে একযোগে অভিযান চালায় র‌্যাব।

এছাড়া ওই এলাকার ওয়ান্ডারার্স ক্লাব, বঙ্গবন্ধু এভিনিউর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং বনানীর আহমেদ টাওয়ারে গড়ে তোলা একটি ক্যাসিনোতেও অভিযান চালায় র‌্যাব। অভিযানে ক্লাবগুলো থেকে জুয়ার আড্ডা চালানোর আয়োজন, নগদ দেশি ও বিদেশি টাকা, অস্ত্র ও নেশা জাতীয় বিভিন্ন দ্রব্য জব্দ করা হয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ