আজকের শিরোনাম :

কিশোরগঞ্জে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৩

কিশোরগঞ্জের করিমগঞ্জের কৃষক মানিক হত্যা মামলায় তিন সহোদরসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।

এ মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মানিক, বাদল, নয়ন, সুজন, আলমগীর, মিজান, লোকমান, গিয়াস উদ্দিন, রহমত ও মামুন।

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া পালইকান্দা গ্রামের আবদুর রশিদ মাস্টারের সঙ্গে একই গ্রামের আব্দুল হেকিমের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধর জেরে ২০১১ সালে ৬ আগস্ট সকালে আ. হেকিমের লোকজন প্রতিপক্ষের জমি দখল করতে যায়। এ সময় বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে বল্লমের আঘাতে নিহত হন পালইকান্দা গ্রামের মৃত আবু সহিদের ছেলে মানিক মিয়া। এ ঘটনায় নিহতের ভাই মো. খায়রুল ইসলাম বাদী হয়ে একই দিন ২৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে ২০১২ সালের ৮ মে ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলম কিবরিয়া। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে বিচার চলাকালে তিনজনের মৃত্যু হয়। অপর একজন পলাতক আছেন। তবে তাকে খালাস দেওয়া হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ