আজকের শিরোনাম :

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে ছুরিকাঘাতে হত্যা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ১১:১৭

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের নিজেদের মধ্যে ফের খুনোখুনির ঘটনা ঘটেছে। 

রবিবার রাত ৯টার দিকে ক্যাম্পের ২ নম্বর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রহিম উল্লাহ। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘ডি’ ব্লকের বাসিন্দা আবদুস সালামের ছেলে।

ক্যাম্পের বাসিন্দারা জানান, রাতে রহিমের সঙ্গে একই ক্যাম্পের বাসিন্দা শহীদুল্লাহসহ কয়েকজনের কোনো বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রহিমকে বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ক্যাম্পের লোকজন এগিয়ে এসে রহিমকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালনাধীন একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।

উখিয়া থানার ওসি আবুল মনসুর ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, তারা হত্যাকাণ্ডের কথা শুনেছেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ