আজকের শিরোনাম :

সাবেক কারা মহাপরিদর্শক ইফতেখারকে দুদকের জিজ্ঞাসাবাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১১:৪৫

কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সাবেক কারা মহাপরিদর্শক  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে সংস্থাটির পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছেন। টিমের অপর সদস্য হলেন সহকারী পরিচালক সালাহউদ্দিন আহমেদ। 

জিজ্ঞাসাবাদের বিষয়টি দুদকের জনসংযোগ দফতর নিশ্চিত করেছে।

সৈয়দ ইফতেখার উদ্দিন পরবর্তী সময়ে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে বর্তমানে অবসরকালীন ছুটিতে (পিআরএল) আছেন। মূলত চট্টগ্রাম কারাগারে বিভিন্ন অনিয়মের অভিযোগের তথ্য-উপাত্ত সংগ্রহ করতেই তার বক্তব্য নেওয়া হচ্ছে বলে দুদক জানায়।

একই ঘটনায় এর আগে গত ৪ আগস্ট দ্বিতীয় দফায় চট্টগ্রাম কারাগারের সাবেক ও বরিশালের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ