আজকের শিরোনাম :

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ১০:২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক অটোচালককে হত্যার প্রধান সন্দেহভাজন গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

বুধবার রাত দেড়টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা চাকুয়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত এখলাছ উদ্দিন (৩৫) একটি ‘আন্তঃজেলা ডাকাত দলের’ সর্দার। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদকের কারবারসহ বিভিন্ন অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে থানায়। 

গত ২৭ জুলাই রাতে সুজন নামের এক অটোচালককে গলা কেটে তার অটোরিকশা ছিনতাই করে একদল ছিনতাইকারী।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল হোসেন আকন্দ বলেন, এখলাছসহ বেশ কয়েকজন ‘মাদক ব্যবসায়ী’ চাকুয়া এলাকায় অবস্থান করছে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এখলাছ গুলিবিদ্ধ হয়। অন্যরা তখন পালিয়ে যায়। এখলাছকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ