আজকের শিরোনাম :

১৪ বছরেও বিচার সম্পন্ন হয়নি সারাদেশে সিরিজ বোমা হামলার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ১১:৩০

গত ১৪ বছরেও সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় সব মামলার বিচার কাজ সম্পন্ন হয়নি।

ওই হামলায় দুজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। ঢাকার আদালতে রায় হয়েছে দুটি মামলার, তবে সারাদেশে প্রায় অর্ধশত মামলার বিচার কাজ এখনো শেষ হয়নি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বদ্ধপরিকর সরকার।

২০০৫-এর ১৭ আগস্ট রাজধানীসহ সারাদেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দেয় জেএমবি। ১৭ আগস্টের ঘটনায় সারাদেশে মোট মামলা হয় ১৬০টি। তবে হামলার ১৪ বছরেও ঢাকাসহ সারাদেশে প্রায় অর্ধশত মামলার বিচার কাজ শেষ হয়নি। সাক্ষী না পাওয়াকে বিচার বিলম্বের প্রধান কারণ বলে মনে করছে রাষ্ট্রপক্ষ। সংগঠিত হওয়ার শক্তি না থাকায় জঙ্গিবাদের উত্থান আর হবে না বলে মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে জঙ্গিরা।

সিরিজ বোমা হামলায় ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় ২০০৭-এ জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর করা হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ