আজকের শিরোনাম :

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ১০:৫০ | আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:৪৬

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা বড়ি ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফের হ্নীলা ল্যাদা রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী খালপাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিজিবির ভাষ্য, নিহত দুজন ইয়াবা ব্যবসায়ী ছিলেন। 

নিহতরা হলেন মো. কামাল (২২) ও মো. হাবিবুর রহমান (২৩)। কামাল রোহিঙ্গা নাগরিক। তার বাবার নাম মো. ইসলাম। নিহত হাবিবুর রহমান কোয়াইক্যং উপজেলার মহেশখালীয়াপাড়ার আবু শামার ছেলে।

বিজিবির-২ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল হোয়াইক্যংয়ে নাফ নদীর কিনারে অবস্থান নেয়। সেখানে মাদক পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়। পরে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। গুলিবিদ্ধ দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ অভিযানে ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত দুজনের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ