আজকের শিরোনাম :

পল্টন ও খামারবাড়ি থেকে বোমা উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ১০:৪২ | আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:৪০

রাজধানীর পল্টন ও খামারবাড়ি এলাকায় দুটি পুলিশ বক্সের কাছ থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়।

গতকাল মঙ্গলবার রাতে বোমা দুটি পাওয়া যায়। গতকাল রাতে ও আজ বুধবার ভোররাতে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি কার্টন দেখে কৌতূহলী হন পুলিশ সদস্যরা। ওই কার্টনের ভেতর তার প্যাঁচানো একটি বস্তু দেখে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। পরে তারা গিয়ে ওই বোমার বিস্ফোরণ ঘটান।

এদিকে তেজগাঁও থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার পর খামারবাড়িতে বোমা সাদৃশ বস্তু দেখতে পায় মেট্রোরেল প্রকল্পের কর্মীরা। এর পর পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে খামারবাড়ি চত্বরসহ আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। এর পর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে বোমা উদ্ধার করে। রাত ৩টার দিকে তারা বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার বলেন, জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য এ কাজ কেউ করতে পারে। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ