আজকের শিরোনাম :

রিজেন্ট গ্রুপের ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ১০:৫১

রিজেন্ট গ্রুপের পূর্বাচল অফিসে মার্কেটিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর আলম (৪৯) । গত ২৭ ফেব্রয়ারি হতে ৮ জুন পর্যন্ত তিনি এ গ্রুপ থেকে ৫২ হাজার ইট, ৫ হাজার সেফটি পাথর ও ২৫০ ব্যরল বিটুমিন অভিনব কায়দায় আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। যার মূল্য ৩২ লা ৯৮ হাজার টাকা।

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গুবির গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে। বর্তমানে খিলক্ষেত বাজার ‘ক’-এর ১৪/৮ বটতলার বাসিন্দা তিনি।

জানা গেছে, জাহাঙ্গীর আলম প্রথমে কোম্পানি থেকে কাজের আদেশনামা (ওয়ার্ক অর্ডার) বের করে গভীর রাতে মালামাল অন্যত্র সরিয়ে বিক্রি করতেন। ৪ মাস একই প্রক্রিয়ায় মালামাল বিক্রয় করছেন।

পরে অভিযোগ রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে এলে একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি জাহাঙ্গীর আলমের কাছে মালামালের এর হিসাব চাইলে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় রিজেন্ট গ্রুপের ডিপিডি মো. মাসুদ পারভেজ বাদী হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ফৌজদারি আইনে মামলা করেন।

মামলা সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এনামুল হক বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। মামলার স্বার্থে বেশি কিছু বলতে চাচ্ছি না।

এবিএন/বিপ্লব/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ