আজকের শিরোনাম :

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ডিজিকে তলব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১৫:৪৪

ঝিনাইদহের সালেহা বেগম ডিগ্রী কলেজের ১৯ শিক্ষক-কর্মচারীর এমপিও দিতে উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুককে তলব করেছেন হাইকোর্ট।

আজ রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৩১ জুলাই হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ কথা জানান। 

তিনি বলেন, ঝিনাইদহের সালেহা বেগম ডিগ্রী কলেজের ১৯ শিক্ষকের এমপিও দিতে হাইকোর্ট ২০১৭ সালের ১৩ মার্চ রায় দিয়েছিলেন। এর বিরুদ্ধে আপিলের পর ২০১৮ সালের ৬ আগস্ট তা খারিজ হয়ে যায়। এর মধ্যে আদেশ বাস্তবায়ন না করা শিক্ষকরা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন। এ আবেদনের পর ১৮ ডিসেম্বর আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। সর্বশেষ ১৬ এপ্রিল এ মামলায় এক সপ্তাহ সময় দেন। তার পরও আদেশ বাস্তবায়ন না করায় আদালত ডিজিকে তলব করে আজ আদেশ দেয়। আগামী ৩১ আগস্ট হাইকোর্টে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ