আজকের শিরোনাম :

গণপিটুনিতে নারী নিহত: বাড্ডায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১০:১১

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নামে এক নারী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন তার বোনের ছেলে নাসির উদ্দিন টিটু।

শনিবার ২০ জুলাই রাতে বাড্ডা থানায় নাসির উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মো. মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছে। একই থানার এসআই সোহরাব হোসেনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলায় অভিযোগ বলা হয়েছে, হঠাৎ তাসলিমাকে স্কুলের অভিভাবক, উৎসুক জনতা গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত।

প্রসঙ্গত, শনিবার সকালে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হন। তার ১১ বছরের এক ছেলে ও চার বছরের এক মেয়ে রয়েছে। আড়াই বছর আগে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর থেকে সন্তানদের নিয়ে মহাখালী ওয়ারলেস এলাকায় একটি বাড়িতে থাকতেন তিনি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ