আজকের শিরোনাম :

নুসরাত হত্যা: আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ২১:৫৬

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এখন পর্যন্ত ৯২ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয় ১৬ আসামিকে।

তাদের উপস্থিতিতে সাক্ষ্য দেন সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদরাসার পরীক্ষার কেন্দ্র সচিব মোহাম্মদ নুরুল আফসার ফারুকী এবং নুসরাতের সহপাঠী তামান্না ও সাথী। বুধবার নতুন করে আরো ৪ জনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে আসামিরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ