আজকের শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে মনিরুল হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০১৯, ১৫:০৪

চাঁপাইনবাবগঞ্জ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলামকে হত্যার দায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ হত্যা মামলার  রায় ঘোষণা করেন।

একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এ হত্যা মামলায় ১৫ জন আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে খালাস দেয়া হয়েছে।

২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামের পাশে মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। তিনি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের তৎকালীন কোষাধ্যক্ষ ও স্থানীয় শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ