আজকের শিরোনাম :

‘পুলিশের ওপর হামলায় আইএস’র সংশ্লিষ্টতা পাওয়া যায়নি’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০১৯, ২০:৪৯

রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস-এর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। তবে এ ঘটনায় আইএস-এর দায় স্বীকারের বিষয়টি পুলিশের নজরে এসেছে বলে জানানো হয়েছে।

সোমবার (২৭ মে) বিকেলে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, ‘হামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইএস’র দায় স্বীকারের বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে আইএস’র কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

রোববার (২৬ মে) রাত ৮টা ৫৩ মিনিটে মালিবাগ মোড়ে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ওই গাড়িতে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার এবং রিকশাচালক লাল মিয়াসহ দুই পথচারী আহত হন।

এ ঘটনার পর দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস। টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় জঙ্গি তৎপরতা বিষয়ক খবরের ওয়েবসাইট ‘ইন্টেলিজেন্স’। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে সংঘটিত কোনও হামলার ঘটনায় আইএস’র দায় স্বীকারের খবর পাওয়া গেলো।

হামলার পর পুলিশের সব ইউনিটকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, মালিবাগে পুলিশের গাড়িতে হামলার বিষয়ে পুলিশ সদর দফতর বিষয়ে দৃষ্টি রাখছে। সংশ্লিষ্ট ইউনিটকে করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ