আজকের শিরোনাম :

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে অনলাইন কজলিস্ট ব্যবহারের অনুরোধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ১৫:০৩

ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজলিস্ট ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন সুপ্রিমকোর্ট কর্তৃপক্ষ ।

সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়, আজ ১৯ মে থেকে পিএস প্লেট সরবরাহ না হওয়া পর্যন্ত সরকারী প্রিন্টিং প্রেস সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) মুদ্রণ করতে পারছে না। এ বিষয়ে সুপ্রিমকোর্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজলিস্ট ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ওই স্মারকে একই সঙ্গে দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) মুদ্রণের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, তেজগাঁও, ঢাকাকে অনুরোধ করা হয়েছে।

স্মারকে বলা হয়, সরকারী প্রিন্টিং প্রেস থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) মুদ্রণ হয়। এ কজ-লিষ্ট এতাদিন ১০০ ফর্মা হতো। বর্তমানে তা গড়ে ১৩০ ফর্মা হচ্ছে। এ ফর্মা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পিএস প্লেটের সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় পিএস প্লেট সরবরাহ নিশ্চিত করতে আরও ১৫ দিন সময় লাগবে। এ অবস্থায় হাইকোর্ট বিভাগের কজলিস্ট মুদ্রণ এ সময়ে সম্ভব হবে না বলে সরকারি প্রিন্টিং প্রেস এক পত্রে জানায়। তাই আজ ১৯ মে থেকে পিএস প্লেট সরবরাহ না হওয়া পর্যন্ত সরকারী প্রিন্টিং প্রেস সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) মুদ্রণ করতে পারছে না। এ জন্য সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজলিস্ট তথা দৈনন্দিন কার্যতালিকা ব্যবহার তথা অনুসরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ