আজকের শিরোনাম :

দুদকে যেতেই হচ্ছে রুহুল আমিনকে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০১৯, ২১:৩১

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) যেতেই হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ২০ মে আবারও তাকে দুদকে তলব করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ তাকে তলবি নোটিশ পাঠিয়েছেন। 

এর আগে অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে একাধিকবার তলব করা হলেও তিনি হাজির হননি। গত ২৮ মার্চ পাঠানো এক নোটিশে ৪ এপ্রিল দুদকে হাজির হওয়ার জন্য হাওলাদারকে তলব করা হয়। ওই নোটিশ চ্যালেঞ্জ করে তিনি আদালতে একটি রিট আবেদন করেন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুদকের দেওয়া নোটিশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেন। সে কারণে ৪ এপ্রিল দুদকে হাজির হননি হাওলাদার।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় দুদক। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আবেদনের শুনানি নিয়ে গত ২৮ এপ্রিল হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে রুহুল আমিন হাওলাদারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বাধা উঠে যায়। সেই ধারাবাহিকতায় নতুন করে তলব করা হলো তাকে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ