আজকের শিরোনাম :

শাহ আমানত বিমানবন্দরে ২৪ স্বর্ণের বারসহ চীনা নাগরিক আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০১৯, ১৫:২৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে কাস্টমস কর্মকর্তারা ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছেন, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।

আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন চীনা নাগরিক ফান রঙ্গুই। 

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং সারওয়ার-ই জামান বলেন, বাংলাদেশ বিমানের বিজি১৪৮ ফ্লাইটে ওই চীনা নাগরিক চট্টগ্রামে আসেন। তার কাছে থাকা একটি চার্জার লাইটের ভেতরে স্বর্ণের বারগুলো পাওয়া গেছে। স্ক্যানিংয়ে বিষয়টি ধরা পড়ে। উদ্ধার করা ২৪টি স্বর্ণের আনুমানিক ওজন ২ কেজি ৮শ গ্রাম।

কাস্টমস কর্মকর্তা নূরউদ্দিন মিলন জানান, ফান রঙ্গুই গত বছর থেকে এ পর্যন্ত ৪৩ বার বাংলাদেশে আসা-যাওয়া করেছেন। তার এ ঘনঘন বাংলাদেশে আসা-যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । আটক চীনা নাগরিক কোনো সংঘবদ্ধ সোনা চোরাচালানকারি চক্রের সদস্য বলে আমাদের ধারণা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নূরউদ্দিন মিলন বলেন, দুবাই থেকে সংগ্রহ করা স্বর্ণে বারগুলো নিয়ে তার চট্টগ্রাম শহরের একটি হোটেলে ওঠার কথা ছিল।

আটক চীনা নাগরিক ফান রঙ্গুইকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ