আজকের শিরোনাম :

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে মাহুতের দণ্ড, দুই হাতি জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০১৯, ০০:৩৮

রাজধানীর কাওরান বাজার এলাকায় বিদেশি পর্যটকদের গাড়ি থামিয়ে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই মাহুতকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত দুইজন হলেন- শাহীন ও হেলাল। এসময় দুটি হাতি জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে হাতি দুটি জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বিদেশি পর্যটকদের গাড়িসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি করছিল। হাতি দুটো শুড় গাড়ির ভেতর ঢুকিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। এ সময় বিদেশি পর্যটকরা আতঙ্কিত হয়ে পুলিশের সাহায্য চায়। বিষয়টি র‌্যাবের নজরে এলে দুই মাহুতকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং হাতি দুটি উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, ‘হাতি দিয়ে গাড়ির জটলার তৈরি করে চালক ও যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছিল। বিষয়টি র‌্যাবের নজরে এলে হাতি দুটিকে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে চারটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। পরে হাতিরঝিলের মধুবাগ সড়কে গিয়ে মাহুতদের থামানো হয় এবং জাতীয় চিড়িয়াখানার কিউরেটর কাছে হাতি দুটি হস্তান্তর করা হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ