আজকের শিরোনাম :

খালেদা জিয়ার জামিন শুনানি মঙ্গলবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ২২:০৮

জিয়া চ্যারিটেবল মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিন আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) ধার্য করেছেন আদালত।
 
সোমবার (২৯ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত সময়ে খালেদা জিয়া ন্যায়বিচার না পেলেও এবার পাবেন বলে আশা করছি।

জানা গেছে, জেল থেকে মুক্তি পেতে হলে জিয়া চ্যারিটেবল মামলাসহ আরও তিনটি মামলায় খালেদা জিয়াকে জামিন পেতে হবে।

এরআগে একাধিক গণমাধ্যমে প্রকাশ পায়, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে পর্দার অন্তরালে সরকারের শীর্ষ মহলের সঙ্গে রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে। যেহেতু খালেদা জিয়ার মনোভাবে বোঝা গেছে তিনি প্যারোলে রাজি নন, সে কারণে একাদশ জাতীয় সংসদে বিএনপির ছয় বিজয়ীর শপথ নেওয়ার মাধ্যমে এ সমঝোতা হতে পারে। এই শপথের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র এক নেতা বলেন, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল-এ দুটি মামলা বাদে অন্য সব মামলায় বেগম খালেদা জিয়া জামিনে আছেন। সরকারের দিক থেকে বাধা সৃষ্টি না করলে জামিনযোগ্য ওই দুই মামলায় খালেদা জিয়া জামিনে যেকোনো সময় মুক্ত হবেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ