আজকের শিরোনাম :

নাটোরে ছাত্রলীগ কর্মী হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ১৪:৪৫ | আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৫:২৬

নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাসকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদ- ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ।

আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন। 

মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন- লালপুর উপজেলার বাহাদুপুর গ্রামের শহিদুল ইসলামের দুই ছেলে শামীম ও সুজন, একই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুল মতিন ও আবদুল খালেকের ছেলে আবদুস শকুর।

এ ছাড়া বাহাদুপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শান্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। 

দণ্ডিত ৫ আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ আদালতের পিপি মাসুদ হাসান জানান, অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলার আসামিদের মধ্যে ১৩ জনকে খালাস দিয়েছেন বিচারক।

দণ্ডিত আসামিদের মধ্যে শামীম ও শুকুর রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। বাকিরা পলাতক।

মামলার বিবরণে জানা যায়, লালপুর উপজেলার হয়বতপুর গ্রামের আবদুস শুকুর মৃধার ছেলে মোয়াজ্জেম হোসেন খান্নাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি বাড়িতে হামলা চালিয়ে এই ছাত্রলীগ কর্মীকে হত্যা করে আসামিরা। এ মামলার এজাহারে মোট ২৩ জনকে আসামি করা হলেও অভিযোগ গঠনের পর্যায়ে ৫ জনের নাম বাদ দেওয়া হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ