ওয়াহেদ ম্যানশনের ২ মালিক কারাগারে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ১৭:১২ | আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৭:১৮

পুরান ঢাকার চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনের দুই মালিক মো. হাসান ও সোহেল ওরফে শহীদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা সম্পর্কে আপন দুই ভাই।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ১১ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা মঙ্গলবার( ২ এপ্রিল) আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গেল ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় অবস্থিত ওই ভবনে আগুন লাগে। এতে মোট ৭১ জন প্রাণ হারান এবং আহত হন অনেকে। পরে ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় ভবন মালিকদের বিরুদ্ধে মামলা করেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ