আজকের শিরোনাম :

এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১০:৫৩

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নকশাবহির্ভূত ও বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বারিধারার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাজাহান সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, তাসভীর উল ইসলাম ভবনটির ২০, ২১ ও ২২ তলার মালিক। তিনি কাসেম ড্রাইসেল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তাসভীর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যের পাশাপাশি কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে, মূল নকশায় এফ আর টাওয়ারটি ১৮ তলা পর্যন্ত নির্মাণের অনুমতি পেয়েছিল। কিন্তু পরে সেটি অবৈধভাবে ২২ তলা পর্যন্ত নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে ১ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৭৩ জন।

এ ঘটনায় শনিবার বনানী থানায় অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগে একটি মামলা করা হয়েছে। এতে তাসভীর উল ছাড়াও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, বুয়েটের অবসরপ্রাপ্ত প্রকৌশলী এসএমএইচআই ফারুককে আসামি করা হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ